• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১২ অপরাহ্ন |

‘জীবিত আছেন কিম জং উন’

আন্তর্জাতিক ডেস্ক, ২৬ এপ্রিল ।। উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের মৃত্যুর গুজবে যখন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে সরগরম চলছে তখন তাতে পানি ঢেলে দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা চাং ইন মুন।

রোববার চাং দাবি করেছেন, উন ‘জীবিত আছেন এবং সুস্থ আছেন’।

উন উত্তর কোরিয়ায় তার অবকাশযাপন কেন্দ্রে আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সরকারের অবস্থান স্পষ্ট…কিম জং উন বেঁচে আছেন ও সুস্থ আছেন।’

তিনি বলেন,‘১৩ এপ্রিল থেকে উনসান এলাকায় আছেন তিনি (উন)। এ পর্যন্ত সেখানে কোনো সন্দেহজনক গতিবিধি নজরে আসেনি।’

চাং এমন সময় এ দাবি করলেন যখন উনসানে উনের অবকাশযাপন কেন্দ্রের কাছের রেলস্টেশনে তাকে বহনকারী ট্রেনটির অবস্থানের ছবি প্রকাশ করেছে ৩৮ নর্থ নামের একটি সংস্থা। গত ১৫ এপ্রিল থেকে উনকে আর জনসম্মুখে দেখা যায়নি। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন উন। অস্ত্রোপচারের পর তার অবস্থা সংকটজনক। এ দাবিতে জোর হাওয়া লাগায় শুক্রবার উত্তর কোরিয়ায় চীনের একটি চিকিৎসক দল পাঠানোর সংবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ