• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন |

ইসিতে হিসাব দিলো ৩৪ রাজনৈতিক দল

সিসি নিউজ ডেস্ক ।। দেশের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৪টি দল ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। বাকি পাঁচটি দলের মধ্যে একটি সময় চেয়ে আবেদন করেছে। গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ইসির নির্দেশনায় সাড়া দেয়নি।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। আইন অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আর্থিক বিবরণী নিরীক্ষা করে জমা দেওয়ার শেষ সময় হলেও করোনার কারণে ইসি এবার সময় আরও এক মাস বাড়িয়েছিল।

রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন নিবন্ধন পাওয়া ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এবার সবার আগে হিসাব দাখিল করে। দলটি গত ১২ জুলাই তাদের হিসাব জমা দিয়েছে। ৩১ আগস্ট শেষ দিনে হিসাব জমা দিয়েছে—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কংগ্রেস, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ। ক্ষমতাসীন আওয়ামী লীগ হিসাব জমা দিয়েছে গত ২৯ আগস্ট, বিএনপি দিয়েছে ২৭ আগস্ট এবং সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দিয়েছে ২৬ জুলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ