• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন |

লংমার্চে তিস্তায় পানি আসবে না: সাহারা

Saharaঢাকা: সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির লংমার্চ কর্মসূচির কঠোর সমালোচনা। লংমার্চের নামে তারা গাড়ি মার্চ করেছেন। তাদেরকে বলি, লংমার্চের মাধ্যমে কোনো দিন তিস্তায় পানি আসবে না। গঙ্গার পানিচুক্তি করেছিল শেখ হাসিনার সরকার, ভারতে নতুন সরকার এলে তিস্তা চুক্তিও হাসিনার সরকারই করবে বলেও জানান সাবেক এই মন্ত্রী। শুক্রবার ঢাকা রিপোর্র্টস ইউনিটিতে বাংলাদেশ নাগরিক সেবা নামে একটি সংগঠনের আলোচনা সভায় সাহারা খাতুন একথা বলেন।

সাহারা খাতুন বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তিতে ব্যর্থ হয়ে বিএনপি লংমার্চ করেছে। আমার নির্বাচনী এলাকা থেকে দুইশ গাড়ি নিয়ে যাত্রা করে শেষ পর্যন্ত মাত্র ১৬টি গাড়ি তিস্তা পর্যন্ত গেছে। আর সবাই গাড়ি নিয়ে পালিয়েছে।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সমাজের শিক্ষিত শ্রেণী। দেশের ক্রান্তিলগ্নে কাজ করুন। দয়া করে আইন হাতে তুলে নেবেন না, তাহলে দেশ রসাতলে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ