• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন |

হোন্ডার নতুন মোটরসাইকেল বাজারে

প্রযুক্তি ডেস্ক: দেশের রেসিং বাইকপ্রেমীদের জন্য নতুন মোটরসাইকেল বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। সিবিআর ১৫০আর মডেলের মোটরসাইকেল তরুণদের কাছে বিশেষভাবে সমাদৃত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হোন্ডা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মডেলটি ১ নভেম্বর থেকে হোন্ডার সব ডিলার পয়েন্টে পাওয়া যাচ্ছে। শুধু রেসিং লুক ফোকাস না করে এই মডেলের প্রতিটি অংশকেই সমান গুরুত্ব দিয়ে বানানো হয়েছে। রেসিং বৈশিষ্ট্য ছাড়াও এতে আছে শক্তিশালী ইঞ্জিন (১৭.১ পিএস), সঠিক ভারসাম্য, অ্যারোডাইনামিক ডিজাইন, এলইডি টুইন হেড লাইট ও টেইল লাইট এবং পাওয়া যাবে মোটো জিপি এডিশন এবং রেসিং রেড দুই রং-এ। সঙ্গে থাকছে চারটি ফ্রি সার্ভিসের সুবিধা এবং ২ বছর বা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি। সিবিআর ১৫০আর মডেলের মোটরসাইকেলটির মোটো জিপি এডিশন ৪,৫২,০০০ টাকা এবং রেসিং রেড ৪,৫০,০০০ টাকা খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ