• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৫ অপরাহ্ন |

১৬ উপজেলার ২৮ কেন্দ্রে ভোট স্থগিত

সিসি ডেস্ক, ১০ মার্চ।। অনিয়মের কারণে ৬ জেলার ১৬ উপজেলার ২৮ কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকিগুলোতে ভোট শেষে চলছে গণনা। অনিয়মের কারণে ৪ জেলায় প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ৮ নির্বাচনি কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
সকাল ৮টায় একযোগে শুরু হয় ৭৮ উপজেলায় ভোট। শুরুতে ভোটার উপস্থিতি অনেক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতির কিছুটা বদল হয়।
বেশিরভাগ উপজেলাতেই ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে অনিয়মের দায়ে সিরাজগঞ্জে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এক প্রিজাইডিং কর্মকর্তা ও ২ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক হন। একই অভিযোগে রাজশাহীতেও এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়।
লালমনিরহাটের কালিগঞ্জে দায়িত্বে অবহেলায় এক প্রিজাইডিং কর্মকর্তাসহ দুজনকে প্রত্যাহার করা হয়েছে।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যালট বক্স ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে, আহত হন পুলিশসহ মোট ৬ জন। নীলফামারীতে ছয় জনকে আটক করা হয় ব্যালট পেপার জালিয়াতির ঘটনায়।
জয়পুরহাটের কালাইয়ে এক ইউপি সদস্যকে দশ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ