• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন |

তাসকিনের মাঝে দারূণ কিছুর সম্ভাবনা দেখছে ভারতীয় গণমাধ্যম

তাসকিনখেলাধুলা ডেস্ক: ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ভারতীয় ওয়েবসাইট ‘ক্রিকেট ট্র্যাকার’ সামনের এক যুগে কিংবদন্তিতে পরিণত হতে পারেন এমন ১০জন সম্ভাবনাময় তরূণের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে স্থান পেয়েছেন তরূণ বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তাসকিনের ব্যাপারে তাঁরা লিখেছে, ‘লম্বা গড়নের, শক্ত-পোক্ত শরীরের অ্যাথলেট এই বাংলাদেশি পেসার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগেই খ্যাতি কুড়িয়েছিলেন। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা ইউটিউবে একটি ভিডিও ক্লিপ দেখেছেন, যেখানে বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ দলের একজন তরূণ পেসার ইংল্যান্ডের একজন ব্যাটসম্যানকে গতি দিয়ে কাপিয়ে দিচ্ছেন এবং তার বল ছেড়ে দিতে বাধ্য করছেন; তাকে নিয়ে কৌতুহলী হবার জন্য এটুকুই ছিল যথেষ্ট। তিনি তার অভিষেক ওয়ানডে খেলেছিলেন ভারতের বিপক্ষে এবং শিকার করেছিলেন ৫ উইকেট। এই তরূণ তুর্কির প্রতিভা সম্পর্কে ধারণা পেতে এটুকুই যথেষ্ট। ২০১৫ বিশ্বকাপেও তিনি দারূণ কিছু পারফরম্যান্স দেখিয়েছেন। এই বিশ্বকাপে বাংলাদেশ যদি একবারও সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখে থাকে তবে তার পেছনে অন্যতম অবদান ছিল তাসকিনের!’ তাসকিন ছাড়াও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, জশ হ্যাজেলহুড ও মিশেল মার্শ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও কোরি আন্ডারসন, ওয়েস্ট ইন্ডিয়ান জেসন হোল্ডার, দক্ষিণ আফ্রিকান কুইন্টন ডি কক এবং ইংল্যান্ডের জো রুট ও জস বাটলার আছেন এই তালিকায়। ‘এ’ দলের হয়ে ভারত সফরে গিয়ে প্রথম ওয়ানডেতে সাইড স্ট্রেইনের কারণে দেশে ফিরে আসছেন তাসকিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ